শরীফ উপজেলার চরফলকন এলাকার ফারুক ফলোয়ানের ছেলে ও স্থানীয় মাওলানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো।
বৃহস্পতিবার (০৫ এপ্রিল) দুপুরে পাটারীরহাট ইউনিয়নের আইয়ুবনগর এলাকার একটি সয়াবিন ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে নিখোঁজ হয় সে। পরদিন রোববার (০১ এপ্রিল) কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিহত শরীফের বাবা ফারুক ফলোয়ান বাংলানিউজকে জানান, শনিবার (৩১ মার্চ) সন্ধ্যায় আইয়ুব নগর এলাকায় মাছের খামারে পাহারা দেওয়ার জন্য শরীফ ওই খামারে যায়। এরপর খোজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সয়াবিন ক্ষেতে অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে স্কুলছাত্র শরীফের মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এরআগে সোমবার (০২ এপ্রিল) সকালে হাজিরহাট বাজারে ফলকন তালপট্টি এলাকার একটি দোকান ঘরের টিনের চালা থেকে সান্তাল ইসলাম শুভ (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এসআর/ওএইচ/