ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জাল মার্কিন ডলারসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১২, এপ্রিল ৫, ২০১৮
জাল মার্কিন ডলারসহ আটক ১

নারায়ণগঞ্জ: বিশেষ অভিযানে নরসিংদীর মাধবদী থেকে ৬০টি ১০০ ডলারের জাল মার্কিন ডলারসহ জামাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল ডলারসহ তাকে আটক করা হয়।

আটক জামাল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার কুকুরকান্দি গ্রামের খলিল মিয়ায় ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক জামালের কাছ থেকে ৬০টি ১শ ডলারের জাল মার্কিন মুদ্রা জব্দ করা হয়। সে দীর্ঘদিন ধরে মাধবদীসহ দেশের বিভিন্ন এলাকায় জাল মার্কিন ডলার বিক্রির মাধমে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।  

জাল ডলারসহ আটক জামালের বিরুদ্ধে নরসিংদী জোলার মাধবদী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।