বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে র্যাব-১১ এর সিনিয়র এএসপি জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল ডলারসহ তাকে আটক করা হয়।
আটক জামাল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার কুকুরকান্দি গ্রামের খলিল মিয়ায় ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক জামালের কাছ থেকে ৬০টি ১শ ডলারের জাল মার্কিন মুদ্রা জব্দ করা হয়। সে দীর্ঘদিন ধরে মাধবদীসহ দেশের বিভিন্ন এলাকায় জাল মার্কিন ডলার বিক্রির মাধমে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
জাল ডলারসহ আটক জামালের বিরুদ্ধে নরসিংদী জোলার মাধবদী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
জিপি