ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভালো ব্যবহারে জনগণের আস্থা অর্জন করতে হবে পুলিশকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১১, এপ্রিল ৫, ২০১৮
ভালো ব্যবহারে জনগণের আস্থা অর্জন করতে হবে পুলিশকে ডেমরা পুলিশ লাইন্সে নবনির্মিত ব্যারাক উদ্ধোধন/ছবি: বাংলানিউজ

ঢাকা: ভালো ব্যবহারের মাধ্যমে পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) ডেমরা পুলিশ লাইন্সে নবনির্মিত ব্যারাক উদ্ধোধনের সময় তিনি এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, জনগণের আস্থা অর্জন করে তাদের জন্য কাজ করতে হবে।

জনগণের সার্বিক নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। আমাদের ব্যবহারের মাধ্যমে জনগণের আস্থা ও সম্মান অর্জন করতে হবে।

পুলিশ লাইন্সের ফোর্সের উদ্দেশে কমিশনার বলেন, নতুন পুলিশ লাইন্স প্রতিষ্ঠার পর আমরা সবুজায়নের জন্য বনায়ন শুরু করেছি। এখানে আরো বনায়ন করতে হবে। বনায়নের ফলে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হবে তেমনি স্বাস্থ্যসম্মত পরিবেশে ফোর্সের শরীর ভালো থাকবে। প্রচন্ড গরমে এখানে থাকতে ফোর্সের কষ্ট হয় বিধায় প্রতি তিন মাস অন্তর অন্তর ফোর্সের রোটেশন করতে হবে।

ফোর্সের আবাসন সমস্যা দূর করতে ডেমরা পুলিশ লাইন্সে ও তুরাগ থানা এলাকায় দুইটি বহুতল ব্যারাক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশ লাইন্সের উন্নয়নে আমাদের উদ্যোগে সরকার নানান পরিকল্পনা নিয়েছে। নতুন পুলিশ লাইন্স করতে অনেক কিছুর প্রয়োজন হয়। আমরা পরিকল্পনা মাফিক এগিয়ে যাচ্ছি। একে একে সব সমস্যাই সমাধান হয়ে যাবে।

রাজধানীর ডেমরা থানাধীন রাজাখালী কায়েত পাড়ায় সুন্দর ও মনোরম পরিবেশে ১০ একর জায়গার ওপর নতুন এ পুলিশ লাইন্সটি স্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।