বৃহস্পতিবার (০৫ এপ্রিল) ডেমরা পুলিশ লাইন্সে নবনির্মিত ব্যারাক উদ্ধোধনের সময় তিনি এ মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, জনগণের আস্থা অর্জন করে তাদের জন্য কাজ করতে হবে।
পুলিশ লাইন্সের ফোর্সের উদ্দেশে কমিশনার বলেন, নতুন পুলিশ লাইন্স প্রতিষ্ঠার পর আমরা সবুজায়নের জন্য বনায়ন শুরু করেছি। এখানে আরো বনায়ন করতে হবে। বনায়নের ফলে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হবে তেমনি স্বাস্থ্যসম্মত পরিবেশে ফোর্সের শরীর ভালো থাকবে। প্রচন্ড গরমে এখানে থাকতে ফোর্সের কষ্ট হয় বিধায় প্রতি তিন মাস অন্তর অন্তর ফোর্সের রোটেশন করতে হবে।
ফোর্সের আবাসন সমস্যা দূর করতে ডেমরা পুলিশ লাইন্সে ও তুরাগ থানা এলাকায় দুইটি বহুতল ব্যারাক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশ লাইন্সের উন্নয়নে আমাদের উদ্যোগে সরকার নানান পরিকল্পনা নিয়েছে। নতুন পুলিশ লাইন্স করতে অনেক কিছুর প্রয়োজন হয়। আমরা পরিকল্পনা মাফিক এগিয়ে যাচ্ছি। একে একে সব সমস্যাই সমাধান হয়ে যাবে।
রাজধানীর ডেমরা থানাধীন রাজাখালী কায়েত পাড়ায় সুন্দর ও মনোরম পরিবেশে ১০ একর জায়গার ওপর নতুন এ পুলিশ লাইন্সটি স্থাপন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
পিএম/ওএইচ/