বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে দুই আসামির অনুপস্থিতিতে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগাতিপাড়া উপজেলার বাটিকামারি গ্রামের মৃত আমির চান্দুর ছেলে হাবিবুর রহমান হবু (৩৯) ও মারিয়া গ্রামের আবু তাহের ওরফে তারুর ছেলে আমিরুল ইসলাম (৪০)।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০০৯ সালের ১৮ জুলাই রাত সাড়ে ১০টার দিকে
মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন আনিসুর রহমান। পথে বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথ রোধ করে। এসময় দুর্বৃত্তরা তাকে রাস্তার পাশের একটি আখ ক্ষেতে নিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এরপর দিন নিহতের বাবা মো. আফতাব উদ্দিন বাদি হয়ে বড়াইগ্রাম থানায় চারজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তৎকালীন বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান তদন্ত শেষে বাদির অভিযুক্ত চারজনসহ আরো তিনজনকে অভিযুক্ত করে মোট সাতজনের নামে আদালতে চার্জশিট দেন। ওই মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক দুপুরে এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮ অপডেট: ১৬৪৬ ঘণ্টা
এনটি