ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে বাস-ট্রাক্টর সংঘর্ষে নারী নিহত, আহত ২৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৪, এপ্রিল ৫, ২০১৮
সিলেটে বাস-ট্রাক্টর সংঘর্ষে নারী নিহত, আহত ২৫

সিলেট: সিলেটের গোয়াইনঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৪০) এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার () দুপুর পৌনে ১টার দিকে উপজেলার জাফলং মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাফলং ক্রাসার এলাকা থেকে মূল সড়কে আসা একটি ট্রাক্টরের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহতাবস্থায় নারীসহ তিনজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।