ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে বাল্যবিয়ে-মাদক প্রতিরোধে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৭, এপ্রিল ৫, ২০১৮
মানিকগঞ্জে বাল্যবিয়ে-মাদক প্রতিরোধে মানববন্ধন

মানিকগঞ্জ: মানিকগঞ্জে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওপেন ফ্রেন্ডস ক্লাব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের এর আয়োজন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ওপেন ফ্রেন্ডস ক্লাবরে সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সুমন সরকার ও বারসিকের সমন্বয়ক বিমল রায় প্রমুখ।

দেশ থেকে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধের জন্য প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবে সকলের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।