বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফলক উন্মোচনকালে তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে শহীদ হন রাজশাহীর তৎকালীন পুলিশ সুপার শাহ আব্দুল মজিদ। দেরিতে হলেও তার স্মরণে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে।
এসময় পুলিশ প্রধান মুক্তিযুদ্ধ চলাকালে পুলিশ বাহিনীর আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, মুক্তিযুদ্ধের শুরুতেই রাজারবাগ পুলিশ লাইনের সদস্যরা থ্রি নট থ্রি রাইফেল দিয়ে পাকিস্তান সেনাবাহিনীকে মোকাবিলা করেছে। ওইদিন অনেক পুলিশ সদস্য শহীদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের জাতি কোনও দিনই ভুলবে না।
স্মৃতিফলক উন্মোচনকালে রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশিদ হোসেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান ও পুলিশ সুপার (এসপি) এম. শহীদুল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশের একটি দল পুলিশ প্রধানকে গার্ড অব অনার প্রদান করে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এসএস/আরআর