ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় আগুনে পুড়লো ১৪ গোডাউন, ৬০ বসতঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৩, এপ্রিল ৫, ২০১৮
ফতুল্লায় আগুনে পুড়লো ১৪ গোডাউন, ৬০ বসতঘর ফতুল্লায় আগুনে পুড়লো ১৪ গোডাউন, ৬০ বসতঘর

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৪টি গোডাউন ও ৬০টি আধাপাকা বসতঘর। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে ফতুল্লার পশ্চিম কাইয়ুমপুরের ষাটবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ মন্ডল বাংলানিউজকে বলেন, আগুনের খবর পেয়ে বেলা পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন ১৪টি গোডাউন ও ৬০টি বসতঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত এখনি বলা যাচ্ছে না বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।