বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে ফতুল্লার পশ্চিম কাইয়ুমপুরের ষাটবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ মন্ডল বাংলানিউজকে বলেন, আগুনের খবর পেয়ে বেলা পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন ১৪টি গোডাউন ও ৬০টি বসতঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত এখনি বলা যাচ্ছে না বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
জিপি