বৃহস্পতিবার (৫ এপ্রিল) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেক্ট্রনিক্স সেইফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) আয়োজিত আন্তর্জাতিক ফায়ার সেইফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০১৮ উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছেন।
জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে সরকার এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদেশিরা এখন আমাদের বলে কিভাবে আমরা জঙ্গি দমন করেছি। আমরা তাদের বলেছি, বাংলাদেশের মানুষের সহযোগিতায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দক্ষতার সঙ্গে জঙ্গি দমন করেছে। এছাড়া প্রধানমন্ত্রী নিজেই জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ডাক দিয়েছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার রয়েছে। যত দিন এই সরকার থাকবে তত দিন দেশ এগিয়ে যাবে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছি, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছি। এ ধারা বজায় রাখতে সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সময় আগুন লাগার ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা জন্য ১০ জন আগুন সৈনিককে সম্মাননা প্রদান করা হয়।
৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই এক্সপো চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত। এই এক্সপোতে ৩০টি দেশের ৬০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন-ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. শফিউল ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও ইসাবের সভাপতি মোতাহের হোসেন খান।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
এমএসি/আরআর