ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রায় বিপক্ষে যাওয়ার ভয়ে আদালত চত্বর থেকে পালালেন আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৩, এপ্রিল ৫, ২০১৮
রায় বিপক্ষে যাওয়ার ভয়ে আদালত চত্বর থেকে পালালেন আসামি

সাতক্ষীরা: স্ত্রী হত্যার অভিযোগ মাথায়। এ হত্যা মামলার সাক্ষ্য-প্রমাণ সবই নিজের বিপক্ষে। রায় ঘোষণা হবে কিছুক্ষণ পরেই। এ অবস্থায় রায় বিপক্ষে যেতে পারে আন্দাজ করে হাজিরা দেওয়ার পরই আদালত চত্বর থেকে পালিয়ে গেছেন কামরুল ঢালী নামে এক আসামি।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

ওই মামলায় দুপুর সোয়া ১২টার দিকে কামরুল ঢালীকে মৃত্যুদণ্ড দিয়েছেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা‌লের বিচারক হোস‌নে আরা আক্তার।

একই মামলার অপর তিন আসা‌মি‌কে খালাস দেওয়া হ‌য়ে‌ছে।

সাজাপ্রাপ্ত কামরুল ঢালী জেলার শ্যামনগর উপ‌জেলার মীরগাঙ গ্রা‌মের মৃত সাত্তার ঢালীর ছে‌লে।  

এ মামলায় খালাস পে‌য়ে‌ছেন কামরুল ঢালীর ছোট ভাই মাহমুদ ঢালী, বোন মো‌লিদা খাতুন ও বোন জামাই ন‌জির গাজী।

মামলার বিবরণে জানা যায়, যৌতু‌কের দিতে না পারায় ২০০৯ সালের ২ সে‌প্টেম্বর স্ত্রী সালমা খাতুনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন কামরুল। পরে তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন তারা। কিন্তু মরদেহ ময়নাতদন্ত শেষে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ভাই রাশেদুল ইসলাম বাদি হয়ে শ্যামনগর থানায় কামরুলসহ ওই চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার এ রায় দেন আদালত।  

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা‌লের বি‌শেষ পাব‌লিক প্র‌সি‌কিউটর অ্যাড‌ভো‌কেট জহুরুল হায়দার বাবু বাংলা‌নিউজ‌কে জানান, এ ঘটনায় সাজাপ্রাপ্ত আসা‌মি কামরুল আদালতে হাজিরা দেওয়ার পর রায় বিপক্ষে যাবে বুঝতে পেরে আদালত চত্বর থেকে পালিয়ে গে‌ছেন।

 

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।