ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুমিল্লায় খুললো ২ রেলওয়ে ওভারপাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৩, এপ্রিল ৫, ২০১৮
কুমিল্লায় খুললো ২ রেলওয়ে ওভারপাস পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস

ঢাকা: যানজট নিরসন ও জনভোগান্তি লাঘবে কুমিল্লায় দু’টি রেলওয়ে ওভারপাসসহ চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে ঢাকায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্প চারটি উদ্বোধন করেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন সদ্যসমাপ্ত চার প্রকল্প হলো- কোম্পানীগঞ্জ-মুরাদনগর-হোমনা মহাসড়ক ও গৌরীপুর-হোমনা সেতু এবং কুমিল্লা শহরের শাসনগাছা রেলওয়ে ওভারপাস ও পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস প্রকল্প।

উদ্বোধনের মাধ্যমে প্রকল্পগুলো যান ও জনচলাচলের জন্য খুলে দেওয়া হয়।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন সবাই মিলে দেশটাকে গড়ে তুলি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ কাজগুলোর মাধ্যমে সড়ক ও জনপদের উন্নয়ন মাইলফলক স্পর্শ করলো।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এমএইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।