ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শাহজালালে সাড়ে ৮ হাজার কার্টন সিগারেট জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৫, এপ্রিল ৫, ২০১৮
শাহজালালে সাড়ে ৮ হাজার কার্টন সিগারেট জব্দ জব্দ হওয়া সিগারেট।

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ বিদেশি ৮ আট হাজার ৪শ’ ৫০ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

বুধবার (৫ এপ্রিল) দিবাগত রাতে ওই বিমানবন্দরে সিগারেটগুলো জব্দ করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বুধবার রাত ১১টা ৫মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইট ইকে-৫৮৪ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরের এপ্রোন এলাকায় বিশেষ নজরদারি বজায় রাখে। নজরদারির অংশ হিসেবে শুল্ক গোয়েন্দারা কার্গোহোল থেকে ফ্রেশ ফ্রুট ঘোষণায় আনা তিনটি প্লেট শনাক্ত ও আটক করা হয়। পরে ওই কার্টনগুলো কাস্টমস রুমে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। পরে সাড়ে ৮হাজার ৪শ ৫০ কার্টনে মোট ১৬ লাখ ৯০ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দ হওয়া সিগারেট ৩০৩,৫৫৫ ব্ল্যাক ব্র্যান্ডের।

জব্দ হওয়া পণ্যের বিষয়ে শুল্ক আইনে এবং অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় ওই সূত্র

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।