দগ্ধরা হলেন শাহাদাৎ হোসেন সাবু (২৮) তার স্ত্রী রূপালী (২২) ও তাদের ছেলে রিফাত হোসেন (০২)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) ভোরে ফতুল্লার পূর্ব সস্তাপুরে রাজন পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত শাহাদাৎ হোসেন সাবুর ভাগিনা আরিফুল ইসলাম বাবু জানান, ভোরে মশার কয়েল থেকে আগুন ধরে মশারি ও আসবাবপত্রে আগুন ধরে যায়। তখন তারা ঘুমিয়ে ছিলেন। এতে পরিবারের তিনজনই দগ্ধ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নিভিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
শাহাদাৎ সুপারী ব্যবসায়ী। তার স্ত্রী রূপালী গার্মেন্টস কর্মী। তাদের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মী ও পুলিশ পরির্দশন করেছে।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
আরআর