ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাংলাদেশ-ভারত কন্টেইনারবাহী ট্রেন সিরাজগঞ্জে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৩, এপ্রিল ৫, ২০১৮
বাংলাদেশ-ভারত কন্টেইনারবাহী ট্রেন সিরাজগঞ্জে বাংলাদেশ-ভারত কন্টেইনারবাহী ট্রেন সিরাজগঞ্জে

সিরাজগঞ্জ: বাংলাদেশ-ভারত পণ্য আদান-প্রদানের কন্টেইনারবাহী ট্রেনটি এখন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। 

বুধবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কলকাতা থেকে আসা  ট্রেনটি সয়দাবাদ এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে পৌঁছায়। মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে পরীক্ষামূলকভাবে ৩০ বগির কন্টেইনারবাহী ট্রেনের এ যাত্রা শুরু হয় কলকাতার মাঝের হাট রেলস্টেশন থেকে।

সয়াবিন, চাল, গম, ফল ও সবজিসহ বিভিন্ন খাদ্যশস্য নিয়ে ট্রেনটি বাংলাদেশে এসেছে।  

সয়দাবাদ রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ট্রেনটি রাতে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে ট্রেনের পণ্য আনলোড শুরু হবে। এরপর আবারও ট্রেনটি দর্শনা হয়ে কলকাতা ফিরে যাবে।  

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।