ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৩, এপ্রিল ৫, ২০১৮
কুষ্টিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ নিহত সাগর

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন লাল পতাকার সদস্য কুদ্দুস ওরফে সাগর নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার কয়া এলাকায় গড়াই নদীর চরে এ  ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত সাগর রাজবাড়ী জেলার উড়াকান্দা গ্রামের মৃত তারক আলীর ছেলে।

আহত র‌্যাব সদস্যরা হলেন-কনস্টেবল রশিদুজ্জামান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) তহুরুল। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মুহাইমিনুল হক জানান, ভোরে লাল বাহিনীর কয়েকজন নাশকতার উদ্দেশে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গড়াই নদীর কয়ার চরে অবস্থান করছিলেন। খবর পেয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযানে গেলে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। জবাবে র‌্যাবও গুলি ছোড়ে। এভাবে  ‘বন্দুকযুদ্ধে’র একপর্যায়ে বাকি সন্ত্রাসীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় আটক হন সাগর। পরে সাগরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হন। এসময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭০১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮/আপডেট: ১১০৪ ঘণ্টা
আরএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।