ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নেত্রকোনায় ৪শ’ লিটার চোলাই মদসহ ৭ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, এপ্রিল ৪, ২০১৮
নেত্রকোনায় ৪শ’ লিটার চোলাই মদসহ ৭ আটক চোলাই মদসহ আটক ব্যক্তিরা

নেত্রকোনা: নেত্রকোনা শহরের বারহাট্টা রুট এলাকা থেকে চারশো লিটার চোলাই মদসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় একটি অটোরিকশা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বারেক, রিংকু, পাপ্পু, হুমায়ুন, লিটন, মোশারফ ও মাতু।

আটকরা শহরের মালনি, কাটলী, রাজুরবাজার ও নিউটাউন এলাকার বাসিন্দা।

নেত্রকোনার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।