ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

এইচএসসির ভুয়া প্রশ্নপত্র বিতরণকালে যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, এপ্রিল ৪, ২০১৮
এইচএসসির ভুয়া প্রশ্নপত্র বিতরণকালে যুবক আটক

রাজশাহী: রাজশাহীতে ভুয়া প্রশ্নপত্র বিতরণ ও বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

বুধবার (০৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জেলার বাগমারা উপজেলার সাইপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

রাতে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক যুবকের নাম রবিউল ইসলাম (১৮)। তিনি সাইপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর বাগমারা সাইপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংগ্রহ, বিতরণ ও বিকাশের মাধ্যমে টাকা গ্রহণের অভিযোগে রবিউল ইসলামকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন, ২টি সিমকার্ড ১টি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটক রবিউল ইসলামের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা দায়ের করা হবে বলেও র‌্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।