বুধবার (০৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জেলার বাগমারা উপজেলার সাইপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
রাতে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর বাগমারা সাইপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংগ্রহ, বিতরণ ও বিকাশের মাধ্যমে টাকা গ্রহণের অভিযোগে রবিউল ইসলামকে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন, ২টি সিমকার্ড ১টি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটক রবিউল ইসলামের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা দায়ের করা হবে বলেও র্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এসএস/আরএ