বৃহস্পতিবার (০৫ এপ্রিল) বেলা পৌনে ১১টায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তুর স্থাপন ও উদ্বোধনী ভাষণ দেবেন তিনি।
বুধবার (০৪ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তিন তলা বিশিষ্ট এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি টাকা। এটি উপজেলা পরিষদ চত্বরে নির্মাণ করা হবে। বাস্তবায়ন করবে ইসলামিক ফাউন্ডেশন। যার প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
একই সময় গোপালগঞ্জের টুঙ্গীপাড়া, বরিশাল জেলা সদর, ঝালকাঠীর রাজাপুর, খুলনা জেলা সদর, রংপুর জেলা সদর, ময়মনসিংহ জেলা সদর, সিলেটের দক্ষিণ সুরমা, নোয়াখালী জেলা সদর ও চট্টগ্রামের কল্পলোক আবাসিক এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তুর স্থাপনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পর্যায়ক্রমে একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৫ এপ্রিল) দেশের ৮টি বিভাগের ১০টি স্থানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এমবিএইচ/আরএ