ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুন্দরগঞ্জে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, এপ্রিল ৪, ২০১৮
সুন্দরগঞ্জে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জের সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রাজ্জাককে মারধর করার অভিযোগ উঠেছে আশেক আলী জিকু নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

বুধবার (০৪ এপ্রিল) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে উপজেলায় যাওয়ার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাজ্জাককে মারধর করেন আওয়ামী লীগ নেতা জিকু।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোনারায় ইউপি চেয়ারম্যান সৈয়দ বদরুল আহসান সেলিম বাংলানিউজকে বলেন, কোনো কারণ ছাড়াই ইউপি সদস্যকে মারধর করা হয়েছে। এ ঘটনায় আমরা দোষীদের শাস্তি দাবি করছি।

এছাড়া এ ঘটনার পরই ইউনিয়ন পরিষদে জরুরি সভা ডাকা হয়েছে বলে জানান তিনি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, ইউপি সদস্যকে মারধর করার বিষয়টি শুনেছি। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।