বুধবার (০৪ এপ্রিল) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে উপজেলায় যাওয়ার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাজ্জাককে মারধর করেন আওয়ামী লীগ নেতা জিকু।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোনারায় ইউপি চেয়ারম্যান সৈয়দ বদরুল আহসান সেলিম বাংলানিউজকে বলেন, কোনো কারণ ছাড়াই ইউপি সদস্যকে মারধর করা হয়েছে। এ ঘটনায় আমরা দোষীদের শাস্তি দাবি করছি।
এছাড়া এ ঘটনার পরই ইউনিয়ন পরিষদে জরুরি সভা ডাকা হয়েছে বলে জানান তিনি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, ইউপি সদস্যকে মারধর করার বিষয়টি শুনেছি। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
টিএ