বুধবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গোছাপাড়া এলাকার হাজী রিয়াছত উল্লা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
রাসেদ উপজেলার ঘনশ্যামপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় রাসেদের সঙ্গে তার সহপাঠীর কথাকাটাকাটি হয়। এ অভিযোগ পেয়ে মাদ্রাসার শিক্ষক হাফেজ জাবের আহমেদ তাকে বেত দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেয়।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবী বাংলানিউজকে বলেন, বিষয়টি শুনে ওই মাদ্রাসা ছাত্রকে হাসপাতালে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
এনটি