বুধবার (০৪ এপ্রিল) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তদের নাম-পরিচয় জানা যায়নি।
ইউএনও কামাল হোসেন বাংলানিউজকে বলেন, ইলিশের অভয়াশ্রমে জেলেরা যাতে ইলিশ শিকার করতে না পারে সে লক্ষ্যে উপজেলার একটি টিম তেঁতুলিয়া নদীতে অভিযানে নামে। এ সময় ওই নদীর ভেদুরিয়া ও হাজিরহাট পয়েন্ট থেকে চার হাজার মিটার কারেন্ট জালসহ ওই ১০ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তারা দোষ স্বীকার করায় প্রত্যেককে ২৪ দিন করে কারাদণ্ড দেয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
আরবি/