ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভোলায় ইয়াবাসহ দম্পতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, এপ্রিল ৪, ২০১৮
ভোলায় ইয়াবাসহ দম্পতি আটক ভোলায় ইয়াবাসহ দম্পতি আটক

ভোলা: ভোলা সদরের আলীনগর গ্রাম থেকে ১৭০২ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৪ এপ্রিল) বিকেলে তাদের আটক করা হয়। পরে এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ বিষয়টি জানান।

আটকরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ পৌর এলাকার আলীয়াবাদের বাসিন্দা ফোরকান আলী (৫৩) ও তার স্ত্রী খালেদা বেগম (৩৫)।

অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের আলীনগর গ্রামের মৃধা বাড়িতে অভিযান চালায়। এ সময় ১৭০২ পিস ইয়াবাসহ ওই দম্পতিকে আটক করা হয়। এ বিষয়ে ভোলা সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, গত মাসে জেলায় ৭৫টি মাদক মামলার ৮৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৮৮১ পিস ইয়াবা, ২৪ কেজি গাঁজা ও ৩৬ পিস ফেনসিডিল। এছাড়াও, এপ্রিল মাসে মাদকের আটটি মামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার শেখ সাব্বির হোসেনসহ গোয়েন্দা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।