মোংলা বন্দর কর্তৃপক্ষের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রথমেই তিনি বন্দরের প্রশাসনিক ভবন চত্বরে একটি বৃক্ষ রোপণ করবেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ, নৌ-পরিবহনমন্ত্রী শাহাজান খান ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেকসহ আমন্ত্রিত অতিথিদের বক্তৃতা শেষে বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটবেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
অনুষ্ঠানের প্রথমভাগে প্রধান অতিথির ভাষণ দেবেন রাষ্ট্রপতি। দ্বিতীয়ভাগে রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি আবদুল হামিদ মোংলা বন্দরে দু’টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দু’টি প্রকল্পের উদ্বোধন করবেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ রাতে বন্দরের রেস্ট হাউস ‘পারিজাতে’ থাকবেন। এরপর বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে বিলাসবহুল জাহাজে করে তিনি পশুর চ্যানেল পরিদর্শন করবেন।
এদিকে রাষ্ট্রপতির মোংলা বন্দর সফরকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
১ ডিসেম্বর বন্দরের প্রতিষ্ঠা দিবস পালিত হলেও রাষ্ট্রপতির আগমন উপলক্ষে তা পিছিয়ে ৪ এপ্রিলে আনা হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য সৃষ্টিশীলতার দ্বার উন্মোচন
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এমআরএম/এএ