ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

অবৈধভাবে সম্পদ অর্জন: দুই এমপিকে দুদকে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, এপ্রিল ৪, ২০১৮
অবৈধভাবে সম্পদ অর্জন: দুই এমপিকে দুদকে তলব

ঢাকা: ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে দুই সংসদ সদস্যকে (এমপি) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দু’জন হলেন- আওয়ামী লীগের সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে (খুলনা-২) ও স্বতন্ত্র সংসদ সদস্য কামরুল আশরাফ খান (নরসিংদী-২)।

বুধবার (৪ এপ্রিল) পৃথকভাবে চিঠি দিয়ে কামরুল আশরাফ খানকে ১১ এপ্রিল ও মিজানুর রহমানকে ১৬ এপ্রিল সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কামরুল আশরাফকে দেওয়া দুদকের উপ-সহকারী পরিচালক মো. একরামুর রেজা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘সার পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত কামরুল আশরাফ বিভিন্ন প্রতিষ্ঠানে তা পৌঁছে দেওয়ার নাম করে আর পৌঁছে দেননি।

পরবর্তী সময়ে এসব সার বিক্রি করে অবৈধ অর্থের মালিক হয়েছেন। এই অর্থের ভাগ সরকারি লোকজনকেও দেওয়া হয়। এই অবৈধ অর্থ দিয়ে বাড়ি-গাড়িসহ প্রচুর সম্পদের মালিক হয়েছেন তিনি। এ বিষয়ে অভিযোগ আসার পর প্রাথমিক অনুসন্ধান শেষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ’

মিজানুর রহমানকে দেওয়া দুদকের উপ-পরিচালক মঞ্জুর মোরশেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘তিনি ক্ষমতার অপব্যবহার করে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ নিজ পরিবারের সদস্যদের দিয়ে করিয়েছেন। নামমাত্র কাজ করে অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া মাদক ব্যবসা করে শত শত কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন। ’

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
আরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।