ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব আসছেন ৮ এপ্রিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, এপ্রিল ৪, ২০১৮
ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব আসছেন ৮ এপ্রিল বিজয় কেশব গোখালে

ঢাকা: ভারতীয় পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখালে দুই দিনের সফরে ঢাকায় আসছেন রোববার (৮ এপ্রিল)। সেদিন বিকেল ৪টায় ঢাকায় পৌঁছাবেন তিনি।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা বুধবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান।

ঢাকায় আসার পর সোমবার (৯ এপ্রিল) হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে একটি সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজয় কেশব।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিজয় কেশবের সফরে তিস্তার পানিবণ্টন, রোহিঙ্গা ইস্যু, দু’দেশের সম্পর্ককে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে।

সফরকালে বিজয় কেশব পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে সোমবার বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘মেঘনা’য় দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। সেখানে দুই দেশের মধ্য সমঝোতা স্মারকও স্বাক্ষর হবে। এরপর সংবাদ সম্মেলনে দুই সচিব বিবৃতি দেবেন।  

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
কেজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।