ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শৈলকুপায় মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, এপ্রিল ৪, ২০১৮
শৈলকুপায় মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীর কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীর এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৪ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওসমান গণির ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ভগবাননগর এলাকার হারুন মোল্লা ও তার স্ত্রী ডালিমা খাতুন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ভগবাননগর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় এক কেজি গাঁজাসহ হারুন ও তার স্ত্রী ডালিমাকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের এ দণ্ড দেন।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।