বুধবার (৪ এপ্রিল) দুপুরে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী আজাদ রাসেল পলাশবাড়ী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন দুলুর বড় ছেলে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বাংলানিউজকে জানান, রাসেলসহ দু’জন দুপুরে মোটরসাইকেলে করে দিনাজপুর থেকে পলাশবাড়ী আসছিলেন। পথে ঘোড়াঘাট উপজেলা পরিষদের সামনে এলে তার মোটরসাইকেলের সঙ্গে আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাসেলসহ দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ পর রাসেলের মুত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এসআই