ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নোয়াখালীতে নকল ওষুধসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, এপ্রিল ৪, ২০১৮
নোয়াখালীতে নকল ওষুধসহ আটক ৩

নোয়াখালী: নোয়াখালীতে নকল ওষুধ তৈরীর একটি কারখানায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ নকল ওষুধ ও কাঁচামালসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে র‌্যাবের একটি দল এ অভিযান চালায়।

আটকরা হলেন- কারখানার মালিক আক্তার হোসেন (৩৫)।

বাকি দুইজনের নাম জানা যায়নি। তারা ওই কারখানার কর্মচারী।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার (এএসপি) নরেশ চাকমা বাংলানিউজকে জানান, আটককৃত আক্তার হোসেন ও তার সহযোগীরা জেলা সদরের চরমটুয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের একটি ঘরে দীর্ঘদিন থেকে নকল ওষুধ তৈরী করতেন। ২০১৭ সালের অক্টোবরে ওই কারখানা থেকে ছয়জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা এবং কারখানাটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এর কিছুদিন পর তারা পেছনের দরজা কেটে ভেতরে ঢুকে আবারো নকল ওষুধ তৈরি শুরু করেন।

গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে র‌্যাবের একটি দল ওই নকল ওষুধ কারখানায় অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ওষুধ, কাঁচামাল ও ওষুধ তৈরীর মেশিনারিসহ প্রায় কোটি টাকার মালামাল জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।