বুধবার (৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে র্যাবের একটি দল এ অভিযান চালায়।
আটকরা হলেন- কারখানার মালিক আক্তার হোসেন (৩৫)।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার (এএসপি) নরেশ চাকমা বাংলানিউজকে জানান, আটককৃত আক্তার হোসেন ও তার সহযোগীরা জেলা সদরের চরমটুয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের একটি ঘরে দীর্ঘদিন থেকে নকল ওষুধ তৈরী করতেন। ২০১৭ সালের অক্টোবরে ওই কারখানা থেকে ছয়জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা এবং কারখানাটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এর কিছুদিন পর তারা পেছনের দরজা কেটে ভেতরে ঢুকে আবারো নকল ওষুধ তৈরি শুরু করেন।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে র্যাবের একটি দল ওই নকল ওষুধ কারখানায় অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ওষুধ, কাঁচামাল ও ওষুধ তৈরীর মেশিনারিসহ প্রায় কোটি টাকার মালামাল জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
এনটি