ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শমরিতায় চিকিৎসা ব্যয়বহুল, হাত হারানো রাজিব ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৪, এপ্রিল ৪, ২০১৮
শমরিতায় চিকিৎসা ব্যয়বহুল, হাত হারানো রাজিব ঢামেকে হাত হারানো রাজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে স্থানান্তর করা হয়েছে

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপায় হাত হারানো সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজিব হোসেনকে (২১) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে একটি অ্যাম্বুলেন্সযোগে স্বজনরা রাজিবকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

আহত রাজিবের মামা জাহিদুল ইসলাম জানান, ঘটনার পরপর রাজিব চিকিৎসাধীন ছিলো পান্থপথের শমরিতা হাসপাতালে।

সেখানে চিকিৎসা খুবই ব্যয়বহুল। একদিনেই লাখ টাকার উপরে খরচ হয়েছে।

তিনি আরো জানান, বাবা-মা হারা রাজিব খুবই দরিদ্র। তার পক্ষে সেখানে খরচ চালানো অসম্ভব। তাই তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কলেজছাত্রের হাত কেড়ে নেওয়া সেই দুই বাসচালক গ্রেপ্তার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল অর্থপ্রেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান জানান, রাজিবকে অর্থপ্রেডিক্স বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে ইউনিট ১ এ ভর্তি করা হয়েছে। তাকে শমরিতায় চিকিৎসা দেওয়া হয়েছে। সেখানকার চিকিৎসাপত্র দেখা হচ্ছে ও আমাদের এখানে আনার পর চিকিৎসা শুরু হয়েছে।

তিনি আরো বলেন, রাজিবকে আপাতত ড্রেসিং ও পাশাপাশি ্উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ দেওয়া হচ্ছে। পরবর্তীতে তার প্লাস্টিক সার্জারি লাগলে তা করা হবে। ঘটনার পর রাজিব যে শক পেয়েছিলো তা কেটে উঠেছে। তবে তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

ঢাকা মেডিকেল পুলিশ বক্স উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগের চিকিৎসকরা রাজিবের আগের চিকিৎসার কাগজপত্র দেখছেন।

তিনি আরো বলেন, রাজিবকে অর্থপেডিক্স বিভাগে পাঠানো হবে। সে এখন জরুরি বিভাগে চিকিৎসাধীন।

এদিকে রাজীব হোসেনের হাত বিচ্ছিন্ন করে নেওয়া সেই দুই বেপরোয়া বাসের চালককে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। এ দু’জন হলেন ওয়াহিদ ও খোরশেদ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর বাংলামোটরের দিক থেকে ফার্মগেটমুখী একটি দ্বিতল বিআরটিসি বাস সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগনালে থেমে ছিলো। সে বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজীব। খানিকবাদেই একই দিক থেকে আসা স্বজন পরিবহন নামের একটি বাস দ্রুতগতিতে এসে দ্বিতল বাসের বাঁ পাশের ফাঁক দিয়ে ঢুকে সামনে যাওয়ার (ওভারটেক) চেষ্টা করে।

দুই গাড়ি তখন টক্কর দিতে গেলে চাপে পড়ে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় ফটকে দাঁড়ানো রাজীবের। হাতটি দ্বিতল বাসের সঙ্গে ঝুলছিলোও তখন। তাৎক্ষণিকভাবে রাজীবকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হলেও হাতটি আর জোড়া দেওয়া যায়নি। মঙ্গলবারই রাজীবের অস্ত্রোপচার করা হয়।

এ বিষয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ রাজীবকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। একইসঙ্গে তার চিকিৎসা ব্যয় বিআরটিসি ও স্বজন পরিবহনের মালিকদের বহন করতে নির্দেশ দেন।

রাজীব হোসেন রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের ছাত্র। থাকেন যাত্রাবাড়ীর মিরহাজীরবাগের একটি মেসে।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।