ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হঠাৎ অসুস্থ পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হাসপাতালে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, এপ্রিল ৪, ২০১৮
হঠাৎ অসুস্থ পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হাসপাতালে

ঢাকা: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ এপ্রিল) সচিবালয়ে অসুস্থ হয়ে পড়ার পর তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া।

তিনি বলেন, দুপুর ২টার দিকে গণপূর্তমন্ত্রীর বাম হাতে ব্যথা অনুভব করছিল।

এ সময় তিনি হাত নাড়াতে পারছিলেন না। পরে দ্রুত তাকে শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে গোলাম কিবরিয়া আরও বলেন, আজকে হাসপাতালে থাকতে হবে। বৃহস্পতিবার (০৫ এপ্রিল) মেডিকেল বোর্ড বসে পরবর্তী করণীয় জানাবে।  

তিনি কথা বলছেন বর্তমানে কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান জনসংযোগ কর্মকর্তা কিবরিয়া।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এমআইএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।