ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

টেকনাফে ডাম্প ট্রাকচাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, এপ্রিল ৪, ২০১৮
টেকনাফে ডাম্প ট্রাকচাপায় শিশুর মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ডাম্প ট্রাকচাপায় ইসমত আরা (৪) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ এপ্রিল) দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলার মোছনী আদর্শ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইসমত আরা টেকনাফের মোছনী রোহিঙ্গা ক্যাম্পের মো. লালুর মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলার মোছনী আদর্শ স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক ইসমত আরাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) রাজু কান্তি দাস বাংলানিউজকে জানান, ডাম্প ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
টিটি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।