ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিবগঞ্জে মাটিচাপায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৩, এপ্রিল ৪, ২০১৮
শিবগঞ্জে মাটিচাপায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সেপটিক ট্যাংক খননকালে পাশের মাটি ধসে চাপা পড়ে তোফাজ্জল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তারু (৫০) নামে অপর একজন।  

বুধবার (০৪ এপ্রিল) সকাল ১১টার দিকে পৌর এলাকার দেওয়ান জাইগীর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল পৌর এলাকার চকদৌলতপুর গ্রামের বাসিন্দা।

আহত তারু ওই গ্রামের বাসিন্দা।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সিরাজ উদ্দিন বাংলানিউজকে বলেন, সকালে ঘটনাস্থল থেকে ফোন করে দুর্ঘটনার কথা জানালে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। এ সময় ওই দুইজনকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন এবং আহত তারুকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।