বুধবার (০৪ এপ্রিল) সকাল ১১টার দিকে পৌর এলাকার দেওয়ান জাইগীর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল পৌর এলাকার চকদৌলতপুর গ্রামের বাসিন্দা।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সিরাজ উদ্দিন বাংলানিউজকে বলেন, সকালে ঘটনাস্থল থেকে ফোন করে দুর্ঘটনার কথা জানালে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। এ সময় ওই দুইজনকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন এবং আহত তারুকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
আরবি/