কাঁকন বিবি-ফেরদৌসী প্রিয়ভাষিণীর প্রতিকৃতি উন্মোচন। ছবি: বাংলানিউজ
কুড়িগ্রাম: বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নুরজাহান কাঁকন বিবি, মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী ও শহীদ পুলিশ কর্মকর্তা মীর মোশারফ হোসেনের প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে কুড়িগ্রামের উত্তরবঙ্গ জাদুঘরে।
ইতিহাসে হারিয়ে যাওয়া এসব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের প্রতিকৃতিসহ একাত্তরের কিছু মূল্যবান স্মরক ও স্মৃতি চিহৃ উন্মোচন করা হয়।
বুধবার (০৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রামের উত্তরবঙ্গ জাদুঘরে লালমনিরহাট গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত স্মরক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) মো. মেহেদুল করিম। এতে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরপ্রতীক আব্দুল হাই সরকার, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, শহীদ পুলিশ কর্মকর্তা মীর মোশারফ হোসেনের কন্যা রুচিরা সুলতানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এফইএস/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।