ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কাজিপুরে হত্যা মামলার ১৯ আসামি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৭, এপ্রিল ৪, ২০১৮
কাজিপুরে হত্যা মামলার ১৯ আসামি কারাগারে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে খোকন সরকার (৫০) হত্যা মামলার ১৯ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৪ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মল্লিকা বসাক এ আদেশ দেন। এর আগে, আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করে আদালতে হাজিরা দেন এ হত্যা মামলার ১৯ আসামি।

আসামিরা হলেন- কামরুল হাসান, রিপন, সাব্বির, দুলাল, মোসলেম, আশিক আহমেদ মিনু মিয়া, জারমেন, আব্দুল সালাম, সুজন, রুবেল, সাইদুল ইসলাম, খোকা, বাবলু, চপল, আব্দুস ছালাম, আব্দুস ছাত্তার ও আব্দুল ছামাদ। মামলার প্রধান আসামি কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন উচ্চ আদালতের জামিনে মুক্ত রয়েছেন।

সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার বিলকিস খাতুন বাংলানিউজকে এসব তথ্য জানান।

গত ২৬ ফেব্রুয়ারি উপজেলার বেলতৈল গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ মার্চ মারা যান খোকন সরকার।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।