ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কেরানীগঞ্জে ২ দিনব্যাপী শিশু মেলা শুরু

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, এপ্রিল ৪, ২০১৮
কেরানীগঞ্জে ২ দিনব্যাপী শিশু মেলা শুরু শিশু মেলা

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। 

বুধবার (০৪ এপ্রিল) সকালে উপজেলা চত্বরে এ মেলার আয়োজন করে ঢাকা জেলা তথ্য অফিস।

মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।

এ সময়  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক তৈয়ব আলী, কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না ও ধরিত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রদীপ হালদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তারাই এক সময় দেশ পরিচালনা করবে। তাদের সঠিকভাবে বেড়ে উঠার পরিবেশ সৃষ্টি করতে হবে। শিশুর মেধা বিকাশের জন্য তাদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার সুযোগ দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।