আহতদের মধ্যে আবু বক্কর সিদ্দিক (৩৫) ও লিমা আক্তার (২৫) নামে দুইজনের নামপরিচয় জানা গেছে।
বুধবার (০৪ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে ওই এলাকায় ঢাকা-ময়মমনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক বাংলানিউজকে জানান, হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ওই মাইক্রোবাসের চালকসহ ৮জন আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়া দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও একজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সাদেকা আফরিন লুসি জানান, দুপুর সাড়ে ৩টার দিকে আটজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
আরএস/ওএইচ/