ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৮, এপ্রিল ৩, ২০১৮
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু  দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর বাইপাস মোড় এলাকায় একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চালকসহ আরও দুইজন। 

মঙ্গলবার (০৩ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রাইভেট কার যাত্রী পল্টুর (৩০) নাম জানা গেলেও তার স্ত্রীর নামসহ বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

 

আহতরা হলেন- ময়মনসিংহ শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ (২৭) ও রাজিব (২৯)।  

আরও পড়ুন>>
** 
ময়মনসিংহে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, আহত ৪ 

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, স্থানীয় বাইপাস মোড় এলাকায় একটি তেলবাহী ট্রাকের সঙ্গে শহরমুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। এতে চালকসহ প্রাইভেট কারের চার যাত্রী আহত হন।  

তাদের উদ্ধার করে সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  

আর আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮ 
এমএএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।