মঙ্গলবার (৩ এপ্রিল) সন্ধ্যায় খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নজরুল ইসলাম কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের আবদুর রকিবের ছেলে।
কলারোয়ার কেড়াগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল বলেন, নজরুল ইসলাম সোমবার ভোরে বিজিবির গুলিতে আহত হন বলে শুনেছি। পরে তাকে পরিবারের সদস্যরা গোপনে খুলনায় নিয়ে চিকিৎসা দিচ্ছিলেন। কিন্তু সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়।
তবে, এ বিষয়ে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপির কমান্ডার সুবেদার সামসুল আলম বাংলানিউজকে বলেন, সোমবার ভোরে ১০-১২জন চোরাকারবারী ভারতীয় শাড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবির ওপর ইট পাটকেল নিক্ষেপ করে।
‘প্রতিরোধে বিজিবি সদস্যরা গুলি ছোড়লে চোরাকারবারীরা দুই গাঁইট ভারতীয় শাড়ি ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থলে রক্তের দাগ দেখা গেলেও তখন হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ’
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এমএইচ/এমএ