মঙ্গলবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে স্থানীয় জিয়াউদ্দিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আহত মমতাজ বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শাফিউল আলম জানান, রাতে মাদকাসক্ত বিল্লাল হোসেনের সঙ্গে স্ত্রী মমতাজ বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিল্লাল ঘরে থাকা ধারালো বটি দিয়ে মমতাজকে কুপিয়ে পালিয়ে যায়।
পরে মমতাজের চিৎকারে আশ-পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ শহরের খানপুরস্থ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত স্বামী বিল্লালকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এমএইচ/এমএ