মঙ্গলবার (০৩ এপ্রিল) রাতে বানিয়াচংয়ে এ হামলার ঘটনা ঘটে।
জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী বাংলানিউজকে জানান, বানিয়াচং থেকে একটি অনুষ্ঠান শেষে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমসহ দলীয় নেতাকর্মীরা হবিগঞ্জ ফিরছিলেন।
‘এ সময় মোটরসাইকেলে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ’
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মিল হক বাংলানিউজকে বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে বিস্তারিত এখনও বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এমএ