ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সেই বিকুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও প্রতারণার মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, এপ্রিল ৩, ২০১৮
সেই বিকুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও প্রতারণার মামলা বিকুলের বিতর্কিত বইটির প্রচ্ছদ

মৌলভীবাজার: মৌলভীবাজারে শ্রীমঙ্গলে স্বাধীনতার ইতিহাস বিকৃতির অভিযোগে সাংবাদিক বিকুল চক্রবর্তীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও প্রতারণার পিটিশন মামলা দায়ের করা হয়েছে। মামলা নং পিটিশন ৭৭/১৮ ইং। ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র মামলাটি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতে বাদী হয়ে দঃবিঃ ১২৪ (ক)/২৪০ ধারায় এই পিটিশন মামলাটি দায়ের করেন শ্রীমঙ্গল শহরের জালালিয়া সড়কের বাসিন্দা মো. সাইফুল ইসলাম। তিনি দৈনিক জনতা শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে কর্মরত।

 মামলায় একমাত্র আসামি করা হয়েছে শ্রীমঙ্গল সবুজবাগ আবাসিক এলাকার বিকাশ চক্রবর্তীর ছেলে বিকুল চক্রবর্তীকে (৪০)।
 
মামলায় বাদী তার পিটিশনে উল্লেখ করেছেন, ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা বিকৃত করে তার ‘আপন আলোয় বিশ্বভুবন’ বইয়ে প্রকাশ করেন। বইটি শ্রীমঙ্গলের মহাজিরাবাদ উচ্চ বিদ্যালয় ও সেন্ট মার্থাস বিদ্যালয়, মৌলভীবাজারের কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজসহ খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর, নরাইল, ঢাকা, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, নরসিংন্দী এবং সুনামগঞ্জের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে টাকার বিনিময়ে বিতরণ করেছেন।  

শুধু ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা বিকৃতি নয়, বইটিতে অসংখ্য ভুল বানান ও তথ্য রয়েছে। বইটি বিতর্কিত অন্য একটি ওয়েবসাইট থেকে কপি-পেস্ট করে প্রকাশ করে তিনি যে অপরাধ করেছেন তা শিক্ষার্থী ও সাধারণ জনগণের সঙ্গে প্রতারণাই নয়, রাষ্ট্রদ্রোহিতার শামিল।  

বইটি নিয়ে শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন প্রান্তে ইতিহাস বিকৃত করার কারণে জনমনে বিভ্রান্তি ও বিতর্কের সৃষ্টি হয়। বাংলানিউজ বিষয়টি নিয়ে একাধিক অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করে।
  
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।