মঙ্গলবার (০৩ এপ্রিল) বিকেলে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের নতুন বাবুপাড়া নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবিদ শহরের নতুন বাবুপাড়ার মো. মুসার ছেলে।
জানা যায়, একটি অপহরণ মামলায় আবিদের ১৫ বছর সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। রায়ের পর পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শহরের নতুন বাবুপাড়া নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
আরবি/