শীঘ্রই তাদের যথাযথ ব্যাখ্যা লিখিত আকারে দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম।
জানা গেছে, সোমবার (০২ এপ্রিল) সারাদেশে শুরু হওয়া এইচএসসি বাংলা প্রথম পত্রে ‘খ’ সেটে পরীক্ষা নেওয়া হলেও মাদারীপুরের কালকিনি উপজেলার তিনটি কেন্দ্রে তিন হাজার ৮৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন ‘ক’ সেটে।
কেন্দ্র তিনটি হলো- কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ ও ডিকে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ।
জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, কালকিনি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের কেন্দ্র সচিব হাসানুল হক, সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের কেন্দ্র সচিব জাকিয়া সুলতানা এবং ডিকে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব মমতাজ বেগমকে শোকজ করা হয়েছে। পাশাপাশি কেন তারা ‘খ’ সেটের পরিবর্তে ‘ক’ সেটে পরীক্ষা নিয়েছেন তার ব্যাখা দিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
টিএ