মঙ্গলবার (৩ এপ্রিল) কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৪ এ কলকাতা টিভি ও দৈনিক সংবাদ প্রতিদিনের কক্সবাজার জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী শাহীন বাদী হয়ে এ মামলা করেন।
মামলার বিবাদীরা হলেন, দৈনিক সমুদ্র কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাঈনুল হাসান পলাশ ছাড়াও পত্রিকার সহ-সম্পাদক স্বপন কান্তি দে, পরিচালনা সম্পাদক মাঈন উদ্দিন, ব্যবস্থাপনা সম্পাদক নুরুল আলম।
এ বিষয়ে মামলার বাদী ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য শাহাজাহান চৌধুরী বলেন, ৩০ মার্চ দৈনিক সমুদ্র কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় একই পত্রিকায় কর্মরত সাংবাদিক জাহেদ হাসানের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে ওই পত্রিকার নিজস্ব প্রতিবেদক জাহেদ হাসানের ছবির সাথে আমার ছবি ও আমার ব্যাপারে অপপ্রচার চালানো হয়। কিন্তু সংবাদের বিষয়ে আমার বক্তব্য গ্রহণ করা হয়নি। যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি। ওই সংবাদের কারণে আমার সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক কোটি টাকার মানহানি হয়। এ কারণে আমি তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছি।
এ বিষয়ে মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আয়াছুর রহমান বলেন, মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবাদী দৈনিক সমুদ্র কণ্ঠের সম্পাদক ও প্রকাশক মঈনুল হাসান পলাশ বলেন, জাহিদ আমার পত্রিকার প্রতিবেদক নয়। কিন্তু সে আমার পত্রিকার নাম দিয়ে নানা জায়গায় প্রতারণা করছিলেন। এ কাজে তাকে সহযোগিতা করছেন শাহাজাহান। তাই আমি তাদের বিরুদ্ধে সচিত্র প্রতিবেদন ছাপিয়েছি।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
টিটি/এমজেএফ