মঙ্গলবার (০৩ এপ্রিল) বিকেলে র্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক লেফটেন্যান্ট এম শোভন খান এ তথ্য জানান। এর আগে দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
এম শোভন খান বাংলানিউজকে বলেন, প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নফাঁস চক্রের সদস্য জাকিরের অবস্থান সনাক্ত করা হয়। পরে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল সেটসহ ৫টি সীমকার্ড উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
টিএ