মঙ্গলবার (০৩ এপ্রিল) বিকেলে পৌরশহরের ১৩নং রেলগেট মাছহাটি বাজার সংলগ্ন ও উপজেলার বিষ্ণুপুর ইউপির সাতঘরিয়াপাড়া এলাকায় এ পৃথক দুর্ঘটনা ঘটে।
মালেক মিয়া পৌরশহরের ফেচকিপাড়া মহল্লার বাসিন্দা এবং অলিয়ার পৌরশহরের ফেচকিপাড়া মহল্লার সাহিদার রহমানের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, লালমনিরহাট হতে পার্বতীপুরগামী (এলআর) ট্রেনটি পৌরশহরের কলেজ রেলগেট মাছহাটি বাজার এলাকায় পৌঁছলে ওই বৃদ্ধ ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
অপরদিকে, উপজেলার বিষ্ণুপুর ইউপির সাতঘরিয়াপাড়া এলাকায় ট্রলিচালক অলিয়ার রহমান ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এসআরএস