ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গণভবনে ব্যাংক মালিক-ব্যবস্থাপকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, এপ্রিল ৩, ২০১৮
গণভবনে ব্যাংক মালিক-ব্যবস্থাপকরা গণভবনে বিএবির নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী/

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ এবং সপরিবারে কিছু সময় কাটিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) নেতারা ও তাদের পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (০৩ এপ্রিল) বিকেলে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা স্ত্রীসহসহ গণভবনের সবুজ চত্বরে অনুষ্ঠানে যোগ দেন।

গণভবনের সবুজ মাঠে অতিথিদের বসার জায়গা করা হয়।

আপ্যায়নের জন্য পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের খাবার।

বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী মাঠে ঢুকে ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি এক ঘণ্টারও বেশি সময় কাটান তাদের সঙ্গে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার শুভেচ্ছা বক্তব্য রাখেন।

চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান ও নজরুল ইসলাম মজুমদার অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময় এক্সিম ব্যাংকের শিক্ষার্থীরা বর্তমান সরকারের সাফল্য গাঁথা জারি গান পরিবেশন করে।

মন্ত্রিবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।