ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লাখাইয়ে এসআই কাঞ্চন ও বকুল হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, এপ্রিল ৩, ২০১৮
লাখাইয়ে এসআই কাঞ্চন ও বকুল হত্যা মামলার আসামি গ্রেফতার

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এসআই) কাঞ্চন ও বকুল হত্যা মামলার অন্যতম আসামি মো. হাদিছ মিয়া ওরফে কুদ্দুছ মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের খাজা গার্ডেন সিটির পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমানসহ পুলিশ সদস্যরা।

ওসি বজলার রহমান বাংলানিউজকে জানান, ২০১৫ সালে তেঘরিয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ফিকলের আঘাতে মারা যান এসআই কাঞ্চন।

পরে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার অন্যতম আসামি হচ্ছেন কদ্দুছ মিয়া।

এছাড়াও ২০১৩ সালে দায়ের হওয়া বকুল হত্যা মামলার অন্যতম আসামি সে।

ওসি আরো জানান, কদ্দুছ মিয়া এলাকার পরিচিত সন্ত্রাসী। সে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের মূল হোতা এবং অর্থের যোগানদাতা।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।