মঙ্গলবার (০৩ এপ্রিল) দুপুরে পৌর শহরের সড়ক বাজার ও পৌর হকার্স মার্কেটের ভেতরে এ উচ্ছেদ অভিযান চলে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবিরকে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভিন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পৌর হকার্স মার্কেটের ভেতরে ড্রেনের ওপর গড়ে উঠা ১২টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভিন বাংলানিউজকে বলেন, ড্রেনের ওপর অবৈধ দোকান ও স্থাপনার কারণে বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই পৌর হকার্স মার্কেটে হাঁটু পানি জমে যেতো। এজন্য পৌরসভা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।
অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব সৈয়দ আবু জহর গিফারী ও নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
টিএ