ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফতুল্লার রীমা হত্যা

পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, এপ্রিল ৩, ২০১৮
পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা  সন্তানের সঙ্গে রীমা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্ত্রী রীমার হত্যাকারী আল আমিন আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি জানান, স্ত্রীর পরকীয়ার কারণে তাকে হত্যা করেছেন। 

মঙ্গলবার (৩ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আল আমিন। আল আমিন ফতুল্লার কোতালেরবাগ এলাকার মৃত আছিল্লা সর্দারের ছেলে।

 

আল আমিন আদালতকে জানান, তার স্ত্রী রীমা পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। এরই জেরে ঘটনার দিন রাতে স্ত্রীকে কিলঘুষি দেওয়ার পর শ্বাসরোধ করে হত্যা করেন তিনি।

গত ২৯ মার্চ বিকেলে কোতালেরবাগের বাড়িতে স্ত্রী রীমাকে হত্যা করে মরদেহের পাশে দেড় বছরের শিশু সন্তান নাহিদকে রেখে পালিয়ে যান আল আমিন। তিনদিন পর দুর্গন্ধ ও শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে দেখেন শিশুটি তার মায়ের মরদেহের পাশে বসা। এরপর পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে শিশুটিকে তার চাচী মাহিনুরের কাছে দেয়।

কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।  

নিহত রীমা (২২) পাবনা জেলা সদরের পশ্চিম সাধুপাড়া গ্রামের রুতাব শেখের মেয়ে। গত শুক্রবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টায় পুলিশ আল আমিনের বিরুদ্ধে রীমার মা জোসনা বেগমের মামলা গ্রহণ করে।  
 
রীমার মা জোসনা বেগমের অভিযোগ, স্বামী, শাশুড়ি ও ননদ মিলে রীমাকে হত্যা করেছে। গত কয়েক মাস ধরেই রীমার উপর অত্যাচার করছিলো সবাই। এরই ধারাবাহিকতায় রীমাকে হত্যা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।